এক নজরে
০৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের তথাবলী
চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী
সদস্য ৯ জন|
সদস্যা ৩ জন|
সচিব সমীর দাশ।
১। গ্রাম পুলিশ পদ ১০ টি।
ইউনিয়নের আয়তন ২৫ বর্গ কিলোমিটার।
২। মৌজার সংখ্যা ০৩ টি।
রাজাপালং
ওয়ালা পালং
উখিয়া
৩। গ্রামের সংখ্যা ৪২টি।
৪। মোট লোক সংখ্যা ৫২,৯২৬জন।
পুরুষ ২৮,৬৩৬ জন।
মহিলা ২৪,২৯০ জন।
৫। মোট ভোটার সংখ্যা ২৮,৩৫৩ জন।
৬। মোট পরিবার সংখ্যা ১০,৪৯৫ জন|
৭। মোট আবাদি জমির পরিমাণ ১৬০০ হেক্টর।
৮। মোট অনাবাদি জমির পরিমাণ
৯। মোট শিক্ষার হার ৪৩%
১০। শিক্ষা প্রতিষ্ঠান
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩ টি।
(খ) রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯ টি।
(গ) উচ্চ বিদ্যালয (পুরুষ, মহিলা) ০৪ টি।
(ঘ) সিনিয়র মাদ্রাসা ০১ টি।
(ঙ) জুনিয়র মাদ্রাসা ০৫ টি।
(চ) কলেজ (ডিগ্রী, মহিলা) ০৫ টি।
(ছ) ট্যাকনিক্যাল কলেজ ০১ টি।
(জ) কে.জি স্কুল ০৫ টি।
(ঝ) পালিটোল কলেজ (বৌদ্ধ) ০১ টি।
১১। স্বাস্থ্য কেন্দ্র ০২ টি।
১২। কমিউনিটি ক্লিনিক ০৫ টি।
১৩। ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ০৬ টি।
১৪। এতিমখানা ০৪টি ।
১৫। ধর্মীয় প্রতিষ্ঠান
(ক) মসজিদ ৯৫ টি।
(খ) বৌদ্ধ বিহার ১০ টি।
(গ) হিন্দু মন্দির ০৫ টি।
১৬। হাট বাজার ০৩ টি।
১৭। ব্যাংক ০৫ টি।
১৮। খেলার মাঠ ০৫ টি ।
১৯। বিট অফিস ০৩ টি।
২০। জেলা পরিষদ ডাক বাংলো ০১ টি।
২১। ফরেষ্ট ডাক বাংলো ০১ টি।
২২। এন. জি. ও সংস্থা অফিস ০৫ টি।
২৩। ফরেষ্ট নার্সারী ০১ টি।
২৪। রাস্তা ঘাট
পাকা ১৫ কিলোমিটার।
এইচ বি বি রাস্তা ৪০ কিলোমিটার।
কাচা রাস্তা ১৭৫ কিলোমিটার।
২৫। ভিজিডি দুঃস্থ মহিলা সংখ্যা ৬৭০ জন।
২৬। বয়স্ক ভাতা প্রাপ্ত (পুরুষ, মহিলা) সংখ্যা ৪৯২ জন।
২৭। বিধবা/ স্বামী পরিত্যক্ত ভাতা প্রাপ্ত সংখ্যা ১২০ জন।
২৮। পঙ্গু ভাতা প্রাপ্ত (পুরুষ, মহিলা) ৭০ জন।
এক নজরে জন্ম নিবন্ধন তথ্য
মোট লোক সংখ্যা ৫২,৯২৬ জন। (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
পুরুষ ২৮,৬৩৬ জন।
মহিলা ২৪,২৯০ জন।
জন্ম নিবন্ধন
BRIS ৫৩,৯৫৩ জন|
রেজিষ্টারে নিবন্ধন ১৬,০২৪ জন।
সর্বমোট ৬৯,৫৭৭ জন|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস